ফিফকো ওয়ার্ল্ড কাপের রানার্স-আপ বান্দো ডিজাইনকে বিজিএমইএ’র সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ফিফকো ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়ন্স কাপ ফুটবল ২০২২-এ রানার্স আপ হওয়ার জন্য তার অন্যতম সদস্য প্রতিষ্ঠান বান্দো ডিজাইন’কে উষ্ণ সংবর্ধনা দিয়েছে।
০৯ নভেম্বর ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বান্দো ডিজাইন এর ক্যাপ্টেন মোঃ ইমরানুর রহমান ও তার দলের হাতে ক্রেস্ট তুলে দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৬টি দেশের মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহন করে।
অনুষ্ঠানে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করে বান্দো ডিজাইন।
বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বান্দো ডিজাইনকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এই কৃতিত্ব আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
তিনি সকলকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার জন্য আহ্বান জানান।
ফারুক হাসান বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ ও তৈরি পোশাক শিল্পকে তুলে ধরতে বিজিএমইএ ১২-১৮ নভেম্বর ২০২২ “মেড ইন বাংলাদেশ উইক” এর আয়োজন করছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//