করোনা টিকা

দেশে করোনা টিকার চতুর্থ ডোজ শুরু ২০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: দেশে পরীক্ষামূলকভাবে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু হবে আগামী ২০ ডিসেম্বর। গর্ভবতী, বিভিন্ন রোগে আক্রান্ত এবং সম্মুখ সারির করোনো যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে এ চতুর্থ বুস্টার ডোজ দেয়া হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি কেন্দ্রে ১০০ জন করে আপাতত সাত কেন্দ্রে এ টিকা দেয়া হবে। যারা এসএমএস পাবেন তাদেরই টিকার জন্য নির্বাচিত করা হয়েছে। টিকাপ্রাপ্তদের অন্তত দুই সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে।

পর্যবেক্ষণের পর আগামী ১ জানুয়ারি থেকে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা নাগরিকদের সবাইকে এ টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে।

গত সপ্তাহেই করোনা টিকার চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করেছে জাতীয় টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটি।

প্রসঙ্গত, করোনা মহামারী প্রতিরোধে ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে শুরু হয় প্রথম ডোজ টিকা কার্যক্রম।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//


Comment As:

Comment (0)