দক্ষিণ কোরিয়া ও ইউএই

দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ইউএই

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মধ্য প্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পূর্ব এশিয়ার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় সূত্র বলছে, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উভয় দেশের প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি এ বিনিয়োগের ঘোষণা এসেছে। খবর: অ্যারাবিয়ান নিউজ।

ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, আমরা দক্ষিণ কোরিয়ার ওপর আস্থা রেখে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দ. কোরিয়ার প্রেসিডেন্টের চার দিনব্যাপী সফরের সময়ে রোববার এ ঘোষণা দিয়েছে ইউএই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইলের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য উঠে এসেছে।

তবে বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রেসিডেন্ট ইউনের প্রেস সেক্রেটারি কিম ইউন-হেই জানিয়েছেন, পারমাণবিক শক্তি খাত, প্রতিরক্ষা, হাইড্রোজেন ও সোলার এনার্জি শিল্প খাতের ওপর মূল ফোকাস রেখে বিনিয়োগ বাস্তবায়ন হবে।

দ. কোরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ৩ হাজার কোটি ডলারের এ বিনিয়োগ যথাযথ বাস্তবায়নের নেতৃত্ব দেবে সার্বভৌম সম্পদ তহবিল ও মুবাদালা ইনভেস্টমেন্ট কোম্পানি।

প্রেসিডেন্ট ইউনের এ সফরে দক্ষিণ কোরিয়া ও ইউএইর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে দ. কোরিয়ার রাষ্ট্রীয় ব্যাংক কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক ও আবুধাবির রাষ্ট্রীয় তহবিল মুবাদালার মধ্যে বিনিয়োগসংক্রান্ত একটি চুক্তিও অন্তর্ভুক্ত।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)