পর্তুগাল

পর্তুগালে বাজেট ঘাটতি কমেছে ৫৮ শতাংশ

ডেস্ক রিপোর্ট: ইউরোপের দেশ পর্তুগালের বাজেট ঘাটতি কমেছে। ২০২২ সালে বাজেট ঘাটতি ৫৮ শতাংশ কমে ৩৯০ কোটি ডলার হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতির পরও শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে রাজস্ব আদায় বেশি হওয়ায় বাজেট ঘাটতি কমেছে। খবর: রয়টার্স।

গত নভেম্বরে দেশটির অর্থমন্ত্রী ফার্নান্দো মেডিনা বলেছিলেন, ২০২২ সালে অর্থনীতির অন্তত ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মূলত মহামারীর প্রভাব কাটিয়ে ওঠার পর অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়া এবং পর্যটন খাতের উন্নতি হওয়ার প্রেক্ষাপটেই এ প্রত্যাশা করেছিলেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)