ইস্টার্ন লুব্রিক্যান্টস

স্টক ডিভিডেন্ড পাঠিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস

নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে পুঁজিবাজার তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, ২০২১-২২ হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ও ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৩ টাকা ৪৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮৯ টাকা ৬৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১৬০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। এর মধ্যে ১৪০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ টাকা ৪৮ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৪৩ পয়সা। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টসের অনুমোদিত মূলধন ৫ কোটি ও পরিশোধিত মূলধন ১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২১ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ লাখ ১২ হাজার ৮০। এর মধ্যে ৫১ শতাংশ শেয়ার রয়েছে বাংলাদেশ সরকারের হাতে। এছাড়া উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১৫ দশমিক শূন্য ৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ১১ ও সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে বাকি ২৭ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)