ব্লক মার্কেট ১

ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির ৬৫ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭২ লাখ ৫৭ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে তথ্য ও প্রযুক্তি খাতের এডিএন টেলিকম লিমিটেডের। কোম্পানিটি ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা ইন্স্যুরেন্স ৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আল-হাজ্ব টেক্সটাইল ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং ২ কোটি ৪ লাখ, বারাকা পাওয়ার ১ কোটি ৯৬ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৮১ লাখ, সী পার্ল বীচ ৩ কোটি ১১ লাখ, সোনালী পেপার ২ কোটি ৩৮ লাখ ও স্কয়ার ফার্মা ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)