নবায়নযোগ্য জ্বালানি আমদানি করবে সিঙ্গাপুর

নবায়নযোগ্য জ্বালানি আমদানি করবে সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক: নবায়নযোগ্য জ্বালানি চাহিদা মেটাতে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে চুক্তির পথে হাঁটছে সিঙ্গাপুর। একই সঙ্গে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর নবায়নযোগ্য জ্বালানি যৌথভাবে উৎপাদন করতে সম্মত হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, দেশগুলো নবায়নযোগ্য, ট্রান্সমিশন অবকাঠামো ও আন্তঃসীমান্ত বিদ্যুৎ সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরি করতে সমঝোতা স্মারক সই করেছে।

ইন্দোনেশিয়া চলতি বছর পরিবেশবান্ধব জ্বালানি রফতানি করবে। গত বছর অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে ডেলিভারি বন্ধ রেখেছিল দেশটি। বর্তমানে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ৯৫ শতাংশ বিদ্যুৎ উৎপন্ন করে সিঙ্গাপুর। দেশটি ২০৩৫ সালের মধ্যে চাহিদার প্রায় ৩০ শতাংশ আমদানি করতে চায়।

২০২১ সালে মালয়েশিয়া পরিবেশবান্ধব জ্বালানি রফতানি নিষিদ্ধের পর ইন্দোনেশিয়া হয়ে ওঠে সিঙ্গাপুরের মূল সরবরাহকারী। অন্যদিকে কম্বোডিয়ার বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ চলমান।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)