ইউক্রেন ও আইএমএফ

ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলার ঋণ দেবে আইএমএফ

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলারের বেশি ঋণ দিতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যুদ্ধরত প্রথম কোনো দেশ হিসেবে আইএমএফের ঋণসহায়তা পাচ্ছে ইউক্রেন খবর: বিবিসি

ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি গতকাল জানায়, কিয়েভ আইএমএফের মধ্যে কর্মী পর্যায়ে সমঝোতা হয়েছে চার বছর মেয়াদি সমন্বিত ঋণ কর্মসূচির আওতায় হাজার ৫৬০ কোটি ডলার পাবে ইউক্রেন যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া ইইউ সদস্যপদের দিকে যাত্রা এবং আর্থিক স্থিতিশীলতা আনতে ইউক্রেন সরকারকে সহায়তার অংশ হিসেবে ঋণ দিচ্ছে আইএমএফ

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমিহাল জানান, গুরুত্বপূর্ণ ব্যয় নির্বাহ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে আইএমএফের ঋণ

আইএমএফ বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্বাহী পর্যায়ে ঋণ অনুমোদন প্রক্রিয়া এগোবে গত বছর ইউক্রেনের অর্থনীতি ৩০ শতাংশ সংকুচিত হয়েছে চলতি বছরও দেশটির অর্থনীতি শতাংশ সংকুচিত হতে পারে বলে আশঙ্কা আইএমএফের

কিয়েভ স্কুল অব ইকোনমিকস বলছে, ২০২২ সালের ডিসেম্বর নাগাদ ইউক্রেনের অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে ১৩ হাজার ৮০০ কোটি ডলারের, যা ২০২১ সালের জিডিপির প্রায় ৭০ শতাংশের সমান আইএমএফ কর্মসূচি দুই ধাপে বিভক্ত প্রথম ধাপের মেয়াদ এক বছর থেকে ১৮ মাস

গত মাসে ইউক্রেনে আকস্মিক সফর করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন সময় তিনি বলেন, ইউক্রেনের সংস্কার প্রক্রিয়ায় আইএমএফ কর্মসূচি অত্যন্ত জরুরি

উল্লেখ্য, আইএমএফের বৃহত্তম শেয়ারহোল্ডার যুক্তরাষ্ট্র এছাড়া ইউক্রেনে সর্বোচ্চ অর্থ ব্যয়কারী দেশও তারা শুধু ২০২২ সালেই ১১ হাজার ২০০ কোটি ডলার ব্যয় করেছে ওয়াশিংটন

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)