Soudi Prince 9

আরব অঞ্চলকে সংঘাতময় করতে দেবো না: সৌদি প্রিন্স

বিনিয়োগবার্তা ডেস্ক: আরব অঞ্চলকে সংঘাতময় করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। 

আরব লীগের ৩২তম সম্মেলনের উদ্বোধনকালে সালমান বলেন, পূর্ব-পশ্চিমের বন্ধু দেশগুলোকে আশ্বস্ত করে বলতে চাই আমরা শান্তির দিকে অগ্রসর হচ্ছি। আমাদের অঞ্চলকে সংঘাতময় করার অনুমোদন দেওয়া হবে না। খবর সৌদি গেজেটের। 

বক্তব্যে মোহাম্মদ বিন সালমান বলেন, বিভিন্ন ধরনের সংঘাতে আরব অঞ্চল জর্জরিত। যা আমাদের জন্য যথেষ্ট হয়েছে। সংঘাতের কারণে এ অঞ্চলের মানুষ ভুক্তভোগী, উন্নয়ন বাধাগ্রস্ত।

প্রিন্স মোহাম্মদ বিন সালমান আরব বিশ্বের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, আরব রাষ্ট্রগুলোর পর্যাপ্ত সাংস্কৃতিক সক্ষমতা ও প্রাকৃতিক সম্পদ রয়েছে।

তাছাড়া সিরিয়া ফের আরব লীগে ফেরায় সৌদির প্রিন্স প্রেসিডেন্ট বাশার-আল আসাদকে স্বাগত জানিয়েছেন। এর ফলে সিরিয়ার সংকট কাটবে বলেও আশা করেন তিনি।

সৌদি প্রিন্স বলেন, ফিলিস্তিনের ইস্যু সব সময়ই আরব রাষ্ট্রগুলোর জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো রয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ মে) আরব লীগের সম্মেলনে যোগ দিতে সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান বাশার আল আসাদ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)