Weekly Market

সপ্তাহজুড়ে ডিএসইতে সূচকের সাথে কমেছে লেনদেন 

নিজস্ব প্রতিবেদক: বিগত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসাথে সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে দশমিক ০৪ শতাংশ বা ২ দশমিক ৭১ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.১৪ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৫২১ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৭ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকার বা ১.৪০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১১৪টির। আর ২০৮টির দর ছিল অপরিবর্তিত।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)