সাংবাদিক নাদিম হত্যায় চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে মামলা

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু সাময়িক বরখাস্ত

সারাদেশ ডেস্ক: জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিস পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ স্বাক্ষর করেছেন বলেও জানানো হয়।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, ওই হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। ওই চেয়ারম্যান এখন জেলহাজতে রয়েছেন। 

বিনিয়োগবার্তা/এনএএস//


Comment As:

Comment (0)