ট্রেনের অগ্রিম টিকিট 0

বুধবার মিলবে ট্রেনের ১ জুলাইয়ের ফিরতি টিকিট

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে বুধবার (২১ জুন) থেকে ট্রেনের আগামী ১ জুলাইয়ের ফিরতি টিকিট পাওয়া যাবে। ওই দিন যেসব ট্রেন চলাচল করবে সেগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাবে।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।

তিনি বলেন, নিয়মানুযায়ী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। ২২ জুন ট্রেনের ফিরতি টিকিট বিক্রির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। তবে, ২১ জুন ট্রেনের ১ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে। ওইদিন যেসব ট্রেন চলবে সেগুলোর টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ১৪ জুন। প্রথম দিন ২৪ জুনের টিকিট বিক্রি হয়েছে। এভাবে পর্যায়ক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুনে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ জুনের টিকিট।

ঈদের ফিরতি টিকিট ২২ জুন থেকে দেওয়ার কথা থাকলেও একদিন এগিয়ে তা ২১ জুন থেকে পাওয়া যাবে। এদিন পাওয়া যাবে ১ জুলাইয়ের টিকিট। ২২ জনু পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ জুন পাওয়া যাবে ৩, ৪, ৫, ৬ জুলাইয়ের ফিরতি টিকিট।

গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে ঈদযাত্রার বিক্রিত টিকিট এবার ফেরত নেওয়া হবে না।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)