সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী 01

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

সবকিছু বিবেচনা করেই ব্রিকসে যোগদানের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: এককভাবে কারো ওপর নির্ভরশীল থাকতে চায় না বাংলাদেশ। তাই সব বিষয় বিবেচনা করেই ব্রিকসে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, একক নির্ভরশীলতা কমাতে ব্রিকসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের জন্য যেটা ভালো আমরা সেটাই করবো।

তার সরকারি বাসভবন গণভবনে বুধবার (২১ জুন) দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন শুরু হয়। মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার সঙ্গে আছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। বরাবরের মতই এ সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেখানো হচ্ছে।

প্রধানমন্ত্রী গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে শনিবার দেশে ফিরেছেন।

এছাড়া, ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)