এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

এশিয়া কাপের ১৭ সদস্যের দল ঘোষণা করলো আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক: খেলাধূলা ডেস্ক: আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে সুযোগ পেয়েছেন উঠতি লেগ স্পিনার নূর আহমদসহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দেখেই স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। এবারের আসরে হাশমতউল্লাহ শাহিদীর নেতৃত্বে খেলবে আফগান আটলানরা।

এশিয়া কাপের দল ঘোষণার নির্ধারিত সময় ছিল গত ১২ আগস্ট। কিন্তু সেই সময় পেরিয়ে আরো সপ্তাহ দুয়েক পর এবার দল ঘোষণা করলো আফগানিস্তান। দেরিতে দল দেওয়ার মূল কারণ সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ।

এশিয়া কাপ মিশনের আগ মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে ৩-০তে সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছে আফগানিস্তান। তবে হারলেও মাঠের ক্রিকেটে ভালোই লড়াই করেছে তারা। সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ তৈরী করেও ব্যর্থ হয়েছে জোনাথন ট্রটের শিষ্যরা।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকি, আবদুর রহমান ও এস সাফি।

বিনিয়োগবার্তা/এএইচবি//


Comment As:

Comment (0)