বৈশ্বিক জলবিদ্যুৎ উৎপাদন

বছরের প্রথমার্ধে খরায় কমেছে বৈশ্বিক জলবিদ্যুৎ উৎপাদন 

আন্তর্জাতিক ডেস্ক: খরার কারণে বছরের প্রথমার্ধে বৈশ্বিক জলবিদ্যুৎ উৎপাদন কমেছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে খাতটিতে। জলবিদ্যুৎ উৎপাদন জুন পর্যন্ত বছরের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কমেছে। গত দুই দশকের মধ্যে কোন বছরে এতটা মন্থর হয়ে পড়েনি জলবিদ্যুৎ উৎপাদন। এ তথ্য জানিয়েছে নবায়নযোগ্য জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এমবার। খবর জাকার্তা পোস্ট

এমবারের দাবি অনুসারে, বৈশ্বিক জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার এক তৃতীয়াংশই চীনের। বছরের প্রথমার্ধে দেশটিতে রেকর্ড তাপমাত্রা বেড়েছে। দেশটির সরকারি প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের শীতকাল থেকে ২০২৩ সালের বসন্তকাল পর্যন্ত দক্ষিণ-পশ্চিম চীনে উচ্চ তাপমাত্রা ছিল। বৃষ্টিপাত ছিল অস্বাভাবিক মাত্রায় কম।

চলতি বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী সৌরশক্তি ও বায়ুবিদ্যুৎ ১২ শতাংশ বেড়েছে। তারপরও কিছুটা বেড়েছে কার্বন নিঃসরণ।

মধ্য আফ্রিকা, ভারত, মধ্য এশিয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে মনে করে এমবার। তবে দক্ষিণ ইউরোপ, দক্ষিণ আমেরিকায় সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

সর্বশেষ কপ প্রধান ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানিকে তিনগুণে উন্নীত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক জ্বালানি সংস্থা গত মাসে পূর্বাভাস দিয়েছে, বৈশ্বিক ভাবে জীবাশ্ম জ্বালানির চাহিদা ২০৩০ সালে বেশি থাকবে।

এমবারের বিদ্যুৎ বিভাগের বিশ্লেষক ম্যালগোরজাতা উইট্রস-মোটিকা বলেন, ‘বায়ু ও সৌর বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে চলতি বছরের প্রথমার্ধে। কিন্তু জলবিদ্যুতের ক্ষেত্রে তা প্রত্যাশিত মাত্রায় হয়নি। জলবায়ু পরিবর্তনের কারণে মন্থর হয়ে আসছে গতি।’

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)