চীনের বিআরআই

চীনের বিআরআই ঘিরে ২ ট্রিলিয়ন ডলারের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে (বিআরআই) ঘিরে ২ ট্রিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। চুক্তির আকার বিশ্বের অনেক বৃহৎ অর্থনীতির চেয়েও বেশি। এমনটাই উঠে এসেছে চীন সরকার প্রকাশিত শ্বেতপত্রে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

চীন চলতি মাসে বিআরআইয়ের ১০ বছর পূর্তি উদযাপন করছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূরাজনৈতিক উচ্চাভিলাষের নজির বিআরআই।

প্রকল্পটির জন্য বিশ্বের বিভিন্ন দেশে কোটি ডলার ব্যয় করেছে বেইজিং। যদিও সমালোচকরা দাবি করেছে, এ উদ্যোগের মধ্য দিয়ে নিম্ন আয়ের দেশগুলোকে প্রলুব্ধ করে ঋণের জালে বেঁধে ফেলছে চীন। 

বেইজিং দাবি করেছে, বিআরআইকে ঘিরে অংশীদারদের চুক্তি সব মিলিয়ে ২ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ আকার প্রায় রাশিয়া ও কানাডার অর্থনীতির সমান।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)