দুবাই 080

রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান চাহিদা

দুবাইয়ের আবাসন খাতে রেকর্ড প্রবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান চাহিদার কারণে দুবাইয়ের আবাসন খাতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। ভূরাজনৈতিক টানাপড়েন ও অর্থনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় এ দুই দেশের ধনী ব্যক্তিরা দুবাইয়ের দিকে নজর দিয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

ফোরম্যান ফিফডম রিয়েল এস্টেটের প্রতিষ্ঠাতা আদিল আখতার বলেন, ‘দুবাই ও আবুধাবিতে এ বছর সর্বোচ্চ পরিমাণে বিনিয়োগ হয়েছে। আবাসন খাতে বিনিয়োগের পরিমাণ বেশি ছিল।’ 

রিয়েল এস্টেট ফার্ম অ্যালসপ অ্যান্ড অ্যালসপের প্রযুক্তিপ্রধান সের্গেই রাকভ জানান, রাশিয়ান ও চীনা বিনিয়োগকারীর সংখ্যা গত বছরের তুলনায় এ বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আখতারের মতে, আবুধাবি ও দুবাইয়ের অফ-প্ল্যান আবাসিক খাত বছরে যথাক্রমে ৯৪ দশমিক ১ ও ৪৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। সেখানে ক্রেতাদের মধ্যে বেশির ভাগই চীনা ও রাশিয়ার। 

বিনিয়োগবার্তা/এইএন//


Comment As:

Comment (0)