লন্ডনে বাংলাদেশি পিঠা ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

লন্ডনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশি পিঠা ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশি পিঠা ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের দ্য রয়েল রিজেন্সি হলে এ অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন `হৃদয়ে আমার বাংলাদেশ`। 

 

হৃদয়ে আমার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আব্দুল মতিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহনাজ রত্না সহ যুক্তরাজ্যর খ্যাতিমান টেলিভিশন উপস্থাপকরা।

অনুষ্ঠানে গুণীজন সম্মাননা, সঙ্গীতানুষ্ঠান,  শিশুদের চিত্রাঙ্কন, নৃত্য্য, সঙ্গীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 

যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিরা তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের পিঠা-পুলির পসরা প্রদর্শন করেন। এছাড়া কাপড়চোপড়, গহণা, খাদ্য সামগ্রীসহ নানা ধরনের প্রদশর্নীর মাধ্যমে বিপুল উদ্দীপনার সৃষ্টি করেন ক্ষুদ্র উদ্যোক্তারা।

এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত শিল্পীরাও অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে তাদের পারফরমেন্স শো করেন।

`হৃদয়ে আমার বাংলাদেশ` এর চীফ অর্গানাইজার আব্দুল মতিন মিয়া বলেন, আমাদের এই সংগঠনটি লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ একটি সামাজিক সংগঠন। সংগঠনটি লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের সমন্বয়ে সবসময়ই বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বড় পরিসরে পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এ অনুষ্ঠানটি অত্যন্ত জাকজমকপূর্ণ একটি অনুষ্ঠানে পরিণত হযেছে-যোগ করেন তিনি।

বিনিয়োগবার্তা/শামীম//


Comment As:

Comment (0)