ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৬২ কোম্পানির ১৮ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৩০ হাজার ৪১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ১২ লাখ টাকা।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। এদিন কোম্পানিটি ৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৮৮ লাখ ৭৫ হাজার, কেডিএস এক্সেসরিজের ৮২ লাখ ৯৭ হাজার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৬৮ লাখ ৭৫ হাজার, একমি পেস্টিসাইডসের ৫৮ লাখ ৪৫ হাজার, নাভানা ফার্মার ৫৬ লাখ ২১ হাজার, এইচআর টেক্সটাইলের ৫৪ লাখ ৩৩ হাজার এবং সাউথইস্ট ব্যাংকের ৪৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
 
বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)