বাজারে ২৪ জিবি র্যামের স্মার্টফোন আনবে অনর
তথ্য-প্রযুক্তি ডেস্ক: চীনের বাজারে জিটি সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচনের কথা ভাবছে অনর। কোম্পানিটির এক মুখপাত্র এ বিষয়ে তথ্যও দিয়েছেন। নতুন স্মার্টফোনগুলোয় ২৪ জিবি র্যাম থাকতে পারে বলে সূত্রে জানা গেছে। খবর গিজমোচায়না।
প্রাপ্ত তথ্যানুযায়ী, অনর ৯০ জিটি ও অনর এক্স৫০ জিটি নামে দুটি সেলফোন বাজারে আনা হবে। কোম্পানির বিবৃতি অনুযায়ী, ডিভাইসগুলো পারফরম্যান্সকেন্দ্রিক হবে। ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যানুযায়ী, অনর ৯০ জিটি ও অনর এক্স৫০ জিটি দুটি ডিভাইসেই প্রথমবারের মতো ২৪ জিবি র্যাম দেয়া হবে।
টিপস্টার সূত্রে আরো জানা যায়, ডিভাইসগুলোর ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) থাকতে পারে। এছাড়া ডিভাইসগুলোয় তিনটি ভিন্ন চিপসেট ব্যবহার করা হবে এবং আকর্ষণীয় ডিসপ্লেও থাকবে। এর আগে একই সূত্র জানিয়েছিল, ৯০ জিটি ও এক্স৫০ জিটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ও ৮৮৮ চিপসেট ব্যবহার করা হতে পারে। তবে এবারই প্রথম দুটি ডিভাইসে আলাদা তিনটি প্রসেসর ব্যবহার করতে যাচ্ছে কোম্পানিটি।
কোন ডিভাইসে তৃতীয় প্রসেসরটি ব্যবহার করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে প্রযুক্তিবিশারদদের মতে, ৯০ জিটি ডিভাইসটি দুটি ভিন্ন ক্যাটাগরিতে আসতে পারে। ডিসপ্লে হিসেবে ডিভাইসগুলোয় ফ্ল্যাট স্ক্রিন ব্যবহার করা হতে পারে। তবে এগুলোয় এলসিডি না ওএলইডি প্যানেল থাকবে তা নিশ্চিত নয়। সংশ্লিষ্টদের মতে, ফ্ল্যাগশিপ ক্যাটাগরি হিসেবে এগুলোয় ওএলইডিই ব্যবহার করা হতে পারে।
বিনিয়োগবার্তা/এনএএস//