মাইক্রোসফট আনবে ফ্রি এক্সবক্স গেম পাস
বিনিয়োগবার্তা ডেস্ক: গেমারদের জন্য ফ্রি এক্সবক্স গেম পাস চালুর কথা ভাবছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। সম্প্রতি কোম্পানির এক নির্বাহী এ উদ্যোগের বিষয়ে জানিয়েছেন। তবে ফ্রি টায়ার বা প্যাকেজে বিজ্ঞাপন থাকবে। খবর গিজমোচায়না।
ওয়েলস ফারগো টিএমটি সম্মেলনের সময় এক্সবক্সের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা টিম স্টুয়ার্ট জানান, গেম খেলা সম্ভব এমন সব ডিসপ্লেতে গেম পাস আনতে চায় কোম্পানি। এর বাস্তবায়ন জটিল হলেও সমাধান রয়েছে। এজন্য গেম স্ট্রিমিংয়ে বিজ্ঞাপন যুক্ত করা যেতে পারে। এর মাধ্যমে উদীয়মান বাজারগুলোয় বিদ্যমান গেমারদের কাছে গেম পাস পৌঁছে দেয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্টুয়ার্ট জানান, আমাদের এক্সক্লাউড স্ট্রিমিং সুবিধা রয়েছে। ফলে যে কেউ গেম পাস আলটিমেট সাবস্ক্রাইব করতে পারবে এবং ১০০-এর বেশি গেম স্ট্রিম করতে পারবে। তিনি জানান, আফ্রিকা, ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ যেসব জায়গায় কনসোলের ব্যবহার কম, সেখানে ২ ঘণ্টা স্ট্রিমিংয়ের জন্য ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখানোর প্রস্তাব দেয়া যায়।
মূলত গেমারদের কয়েক ঘণ্টা গেম স্ট্রিমিং সুবিধা দেয়ার ক্ষেত্রে মাইক্রোসফট ছোট বিজ্ঞাপন দেখানোর বিষয়ে ভাবছে। আফ্রিকার মতো গেমিং বাজার মূলত স্মার্টফোননির্ভর। যে কারণে ফিচারটি তাদের জন্য সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।
বিনিয়োগবার্তা/ডিএফই//