মজবুত গঠন নিয়ে আসুসের নতুন ল্যাপটপ ক্রোমবুক প্লাস সিএক্স৩৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক: অক্টোবরে আন্তর্জাতিক বাজারে ক্রোমবুক প্লাস সিএক্স৩৪ উন্মোচন করে আসুস। এবার ভারতের বাজারে ল্যাপটপটি বাজারজাত শুরু করেছে কোম্পানিটি। আসুসের দাবি এটি ভালো পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ দেয়ার পাশাপাশি টেকসই হবে।
বর্তমানে দীর্ঘমেয়াদে কোনো ডিভাইস ব্যবহারে মজবুত গঠনকে প্রাধান্য দেয়া হয়। সেদিক থেকে আসুস ক্রোমবুক প্লাস সিএক্স৩৪-এ এমআইএল-এসটিডি ৮১০এইচ স্ট্যান্ডার্ড রয়েছে। সাধারণ ভাষায় একে মিলিটারি গ্রেড বলা হয়। এছাড়া কিবোর্ড, টাচপ্যাড ও পাম রেস্ট বা হাত রাখার জায়গায় আসুসের অ্যান্টিমাইক্রোবায়াল গার্ড প্রটেকশন রয়েছে। ভালো গঠনের হলেও ল্যাপটপটির ওজন দেড় কেজির কম।
আসুস ক্রোমবুক প্লাস সিএক্স৩৪-এ ১৪ ইঞ্চির ফুল এইচডিপ্লাস রেজল্যুশনের ডিসপ্লে দেয়া হয়েছে এবং এর উজ্জ্বলতা ২৫০ নিটস পিক। এতে ১০৮০ পিক্সেলের ফুলএইচডি ওয়েবক্যাম ও টেম্পোরাল নয়েজ রিডাকশন ফিচার রয়েছে। প্রসেসর হিসেবে ক্রোমবুকে ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই৩ প্রসেসর দেয়া হয়েছে। এতে ৮ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম ও ১২৮ জিবি সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) দেয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। এতে তিন সেলের ৫০ ওয়াট আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। কোম্পানির দাবি এটি ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে।
ল্যাপটপটি ক্রোমওএসে চলবে এবং এতে প্রিবিল্ট হিসেবে গুগলের অ্যাপও থাকবে। কানেক্টিভিটির জন্য ডিভাইসটিতে দুটি ইউএসবি-সি ৩.২ জেন পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ এ পোর্ট, একটি এইচডিএমআই ১.৪, একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক, ওয়াই-ফাই ৬ ও ব্লুটুথ ৫.৩ রয়েছে। ক্রোমবুক প্লাস সিএক্স৩৪-এর প্রাথমিক মূল্য ৩৯ হাজার ৯৯০ রুপি।
বিনিয়োগবার্তা/এএইচএস//