এক্সের বিজ্ঞাপনী আয় কমেছে ৫৫ শতাংশ
তথ্য-প্রযুক্তি ডেস্ক: চলতি বছর এখন পর্যন্ত ইলোন মাস্ক মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সের বিজ্ঞাপন বাবদ আয় ৫৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির আয় কমে ২৫০ কোটি ডলারে পৌঁছাবে।
ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে। গত মাসেই এক্সে দেয়া এক পোস্টের পরিপ্রেক্ষিতে কমকাস্ট ও ওয়াল্ট ডিজনিসহ বেশ কয়েকটি কোম্পানি বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেয়। এক্সের ব্যবসা পরিচালনা বিভাগের প্রধান জো বেনাররোখ বলেন, ‘প্রতিবেদনে আমাদের সামগ্রিক ব্যবসার অসম্পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আর তাদের বিভিন্ন সূত্রও নির্ভুল বা বিশ্বাসযোগ্য তথ্য দেয়নি।’
বিনিয়োগ কোম্পানি এলএসইজির তথ্যানুযায়ী, ২০২১ সালের দ্বিতীয়ার্ধ ও ২০২২ সালের প্রথমার্ধের হিসাবে, গত চার প্রান্তিকে এক্সের বিভিন্ন বিজ্ঞাপনী সেবা থেকে সর্বমোট আয় ছিল ৪৭০ কোটি ডলার। ২০২৩ সালের প্রথম তিন প্রান্তিকে বিজ্ঞাপনী খাত থেকে কোম্পানির আয় ৬০ কোটি ডলারের কিছু বেশি ছিল। চলতি প্রান্তিকে কোম্পানি একই ধরনের আয় প্রত্যাশা করছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরেক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২২ সালের অক্টোবরে মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে কোম্পানির বিজ্ঞাপনী আয় আগের বছরের তুলনায় কমেছে অন্তত ৫৫ শতাংশ।
এক্সের সামগ্রিক আয়ের ৭০-৭৫ শতাংশই আসে বিজ্ঞাপন বিক্রি থেকে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন সেবা থেকে ৩০০ কোটি ডলার আয়ের লক্ষ্যস্থির করেছেন কোম্পানির নির্বাহী কর্মকর্তারা। জুলাইয়ে মাস্ক নিজেও জানিয়েছেন, বিজ্ঞাপনী আয় প্রায় অর্ধেকে নেমে আসা ও বড় ঋণের বোঝার কারণে কোম্পানির আয়ের তুলনায় ব্যয়ই বেশি হচ্ছে।
বিনিয়োগবার্তা/এনএএস//