স্টোরি কাস্টমাইজেশনে নতুন ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম
তথ্য-প্রযুক্তি ডেস্ক: স্টোরিতে আরো পরিবর্তন আনতে নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এখন থেকে ব্যবহারকারীরা নিজস্ব টেমপ্লেট তৈরি করে সেটি প্লাটফর্মে যুক্ত করতে পারবে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি।
অ্যাড ইওর টেমপ্লেটস যুক্ত করতে হলে স্টোরির জন্য গ্রাফিকস ইন্টারচেঞ্জেবল ফরম্যাট (জিআইএফ), ছবি ও লেখা নির্ধারণ করে যুক্ত করতে হবে।
একবার কোনো টেমপ্লেট শেয়ার করা হলে বাকিরাও পরে সেটি ব্যবহার করতে পারবে। এনগ্যাজেট
বিনিয়োগবার্তা/এমআর//