whats

হোয়াটসঅ্যাপে মেসেজ পিন করার ফিচার চালু

তথ্য-প্রযুক্তি ডেস্ক: নতুন একাধিক ফিচারের মধ্যে হোয়াটসঅ্যাপে এবার মেসেজ পিন করার সুবিধাও চালু করা হয়েছে। গত কয়েক সপ্তাহে মেসেজিং প্লাটফর্মটিতে যুক্ত হওয়া বিভিন্ন ফিচারের মধ্যে এটি অন্যতম। খবর গিজমোচায়না।

হোয়াটসঅ্যাপে যেকোনো কথোপকথন পিন করার সুবিধা আগে থেকেই রয়েছে। কিন্তু সেখানে থাকা কোনো মেসেজ বা বার্তা পিন করার সুবিধা নেই। নতুন এ আপডেটের মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট বার্তা বা মেসেজ পিন করতে পারবে। ফলে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে সমস্যা হবে না। ফিচারটি মাত্রই চালু হয়েছে। সব ব্যবহারকারীর কাছে এটি পৌঁছাতে কিছুটা সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হোয়াটসঅ্যাপ পিনড মেসেজ ফিচারটি পিন করা চ্যাট ফাংশনের মতোই কাজ করে। অর্থাৎ ব্যবহারকারী যখন একটি চ্যাটের ভেতরে একটি নির্দিষ্ট বার্তা পিন করে, তখন এটি হাইলাইট হয়ে যায় এবং উপরের দিকে থাকে। এর মাধ্যমে ব্যবহারকারী যেকোনো কথোপকথনের মধ্যে থাকা ঠিকানা, ফোন নম্বর, তারিখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করতে পারবে। 

হোয়াটসঅ্যাপে পিন করা বার্তাগুলো ২৪ ঘণ্টা, সাতদিন বা এক মাসের জন্য হাইলাইট হয়ে থাকবে। 

হোয়াটসঅ্যাপে টেক্সট পিন করতে হলে যে টেক্সটি পিন করবে তা লম্বা সময় চেপে ধরে রাখতে হবে এবং মেনু থেকে পিন অপশনটি সিলেক্ট করতে হবে। পিন করা টেক্সটি কতক্ষণ হাইলাইট করা থাকবে সেটি নিয়ন্ত্রণের সুবিধাও ব্যবহারকারীর হাতেই থাকবে।

বিনিয়োগবার্তাএসআর//


Comment As:

Comment (0)