এসএসসি ও সমমান

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সূচি অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ এবং ১৩-২০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরির লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ এবং ১৩-২১ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ এবং ১৬-৩০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বছর এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এদিকে, প্রতি বছর শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে থাকেন। তবে এবার তা করবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষার্থীদের মানসিক চাপ বিবেচনায় নিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)