বাংলাদেশিরা

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক সাধারণ সভা

ঐক্য ও সহযোগিতার নীতি বজায় রাখতে চায় সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিরা

ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুরের বুকিত বাটোকের সিভিল সার্ভিস ক্লাবে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এ সভাটি অনুষ্ঠিত হয়।

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। সভায় সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সহযোগিতার নীতির ওপর জোর দেওয়া হয়।

সভায় এসবিএসের সদস্যরা সোসাইটির কার্যক্রমের বিবরণ দিয়ে বিগত দিনের প্রতিবেদন প্রদান করেন। এসবিএসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সোসাইটির অর্জন ও পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

এছাড়া যুগ্ম সম্পাদক আরশাদ আলী মন্ডল ২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক বিবরণী প্রদান করেন।

সংগঠনের সদস্যরা অতীতের ঘটনা, নীতিগত বিষয় ও আর্থিক বিষয়ে আলোচনায় অংশ নেন।

সভা শেষে এ এম হাফিজুল হায়দারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি ২০২৪-২০২৫ অধিবেশনের জন্য নতুন ব্যবস্থাপনা পরিষদের সদস্য নিয়োগ দেয়।

এজিএমে এসবিএস সদস্যদের ও সিঙ্গাপুরের বাংলাদেশ সোসাইটির সবার জন্য মূল্যবোধ ও উদ্দেশ্য সমুন্নত রাখার প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)