মালয়েশিয়ার ট্রেন

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশী নিহত

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশী নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে। খবর: ফ্রি মালয়েশিয়া টুডে। 

সেলাঙ্গর আগুন ও উদ্ধার বিভাগের পরিচালক ওয়ান রাজালি জানিয়েছে, তারা রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনার খবর পান।  কাজাং স্টেশন থেকে পাঁচজনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, নিহতদের মরদেহ রেললাইনের পাশে পড়েছিল। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর। তবে নিহতদের পরিচায় জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বিনিয়োগবার্তা/জেজে//


Comment As:

Comment (0)