BGMEA RMG Blueprint 040424

‘ফ্রম শার্ট টু শোরস: ব্লুপ্রিন্ট ফর বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ বিজিএমইএ’র

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ, বাংলাদেশ বর্তমানে বিশ্বের প্রায় ১৬৭টি দেশে পোশাক রপ্তানি এবং ফ্যাশন বিশ্বের প্রধান ফ্যাশন ব্র্যান্ডগুলোকে পোশাক সরবরাহ করে।

পোশাক শিল্পের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা এবং সুযোগগুলো কাজে লাগাতে বিজিএমইএ একটি গবেষনা পরিচালনা করার জন্য প্রাইস ওয়াটার হাউস কুপার্স (পিডব্লিউসি)-কে দায়িত্ব দেয়।

বুধবার (০৪ এপ্রিল) ঢাকায় বিজিএমইএ এর প্রধান কার্যালয়ে ফ্রম শার্ট টু শোরস: ব্লুপ্রিন্ট ফর বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
  
গবেষণায় বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের টেকসই বৃদ্ধির জন্য পণ্যের বৈচিত্র্য, অটোমেশন, ডিজিটালাইজেশন, সম্পদ-দক্ষ প্রযুক্তি,  সার্কুলারিটি এবং অর্থায়নের উন্নত এক্সেস পাওয়ার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্য কৌশলগত সুপারিশ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আসন্ন বৈশ্বিক প্রবণতাগুলোর প্রেক্ষাপটে শিল্পের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে গবেষণা-চালিত কৌশলগুলোর উপর জোর দেন।

তিনি বলেন, “প্রতিবেদনটি বাংলাদেশের পোশাক খাতের আরও সমৃদ্ধময় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি এবং কার্যকরী সুপারিশ প্রদান করে।”

“গবেষণা প্রতিবেদনে বর্ণিত কৌশলগুলো শিল্পের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করার জন্য নির্দেশিকা হিসাবে কাজ করবে এবং সুযোগগুলোকে পুঁজি করে বিশ্ববাজারে আমাদের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে শিল্পকে সহায়তা করবে।”

ফারুক হাসান আরও বলেন, “আমরা সকল স্টেকহোল্ডারকে প্রতিবেদনে বর্ণিত সুপারিশসমূহ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আহবান জানাই।”

প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ এর সহ-সভাপতি-নির্বাচিত আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক-নির্বাচিত শোভন ইসলাম,  পরিচালক-নির্বাচিত নুসরাত বারি আশা এবং পরিচালক-নির্বাচিত মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পিডব্লিউসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন - শালিনী শ্রী বাস্তব,  ব্যবস্থাপনা পরিচালক; অরিন্দম সাহা,  পরিচালক; শিবম কৌশল, সহযোগী পরিচালক; শাদমান মকিম আহমেদ,  সিনিয়র সহযোগী; রিজওয়ানুর রব,  ব্যবস্থাপক এবং আফনান হক, বিশেষজ্ঞ।

গবেষণাটি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) দ্বারা সমর্থিত।

প্রসঙ্গ উল্লেখ্য যে বিজিএমইএ, আইএফসি এর সহযোগিতায় আরও দুটি প্রতিবেদন  "পোশাক খাতের জন্য একটি ভার্চুয়াল মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা (Establishing a Virtual Marketplace Platform for the RMG sector)" এবং  "বিয়ন্ড কটন: বাংলাদেশের পোশাক শিল্পে ফাইবার বৈচিত্র্যকরণের জন্য একটি কৌশলগত ব্লুপ্রিন্ট (Beyond Cotton: A Strategic Blueprint for Fiber Diversification in Bangladesh Apparel Industry)" প্রকাশ করেছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)