১৪ উপজেলা ও ৪ পৌরসভায় ভোটগ্রহন চলছে

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের ১৪ উপজেলা ও ৪ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নতুন কমিশনের অধীনে বাঘাইছড়ি পৌরসভার ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। নবগঠিত ইসি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের বড় পরিসরে দলীয় প্রতীকে ভোট হচ্ছে।

১৮ উপজেলা ও ৪ পৌরসভায় ভোট গ্রহণের প্রস্তুতি থাকলেও চার উপজেলায় ভোট হচ্ছে না। চেয়ারম্যান পদের উপনির্বাচনে কুড়িগ্রাম সদর এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগ প্রার্থীরা একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। বাকি উপজেলার মধ্যে সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুঁইমারা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সব পদেই ভোট হচ্ছে।

এছাড়া বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর এবং কিশোরগঞ্জের হোসেনপুরে উপনির্বাচনে শুধু চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে। নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে এবং পাবনার ঈশ্বরদীতে শুধু নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে।

গলাচিপা পৌরসভায় চেয়ারম্যান পদে, রাজশাহীর বাঘায় আড়ানী পৌরসভায় সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে, টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে এবং বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

(এসএএম/ ০৬ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)