আরবিআই

সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ডেস্ক রিপোর্ট: ভারতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯৮ কোটি (২.৯৮ বিলিয়ন) ডলার বেড়েছে। এরফলে ৫ এপ্রিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় (আরবিআই) রিজার্ভ বেড়ে ৬৪৮ দশমিক ৫৬ বিলিয়ন বা ৬৪ হাজার ৮৫৬ কোটি ডলারে উঠেছে, যা সর্বকালের সর্বোচ্চ।

বিজনেস লাইনের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রধানত সোনার রিজার্ভ বা মজুত (২.৩৯৮ বিলিয়ন) ও বৈদেশিক মুদ্রা সম্পদ (৫৪৯ মিলিয়ন ডলার) বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া রিজার্ভের অন্য দুটি উপাদানও বেড়েছে। সেগুলো হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) রিজার্ভের অবস্থার উন্নতি ঘটেছে। সব মিলিয়ে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।

বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। এ ক্ষেত্রে তাদের সামনে রয়েছে কেবল চীন, সুইজারল্যান্ড ও জাপান। এর মধ্যে চীনের কাছে রয়েছে ভারতের প্রায় পাঁচ গুণ বেশি রিজার্ভ, যা পরিমাণে ৩ লাখ ২২ হাজার ৫৮১ কোটি ডলার। ১ লাখ ২৯ হাজার কোটি ডলারের রিজার্ভ নিয়ে জাপান আছে দ্বিতীয় স্থানে। আর তৃতীয় অবস্থানে থাকা সুইজারল্যান্ডের রয়েছে ৮৬ হাজার ৮৬৩ কোটি ডলার।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, ৮ এপ্রিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয় ২০ দশমিক ১১ বিলিয়ন বা ২ হাজার ১১ কোটি মার্কিন ডলার। একই দিনে মোট রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৫৩৯ কোটি ডলার। গত বছরের এই সময়ে মোট রিজার্ভের পরিমাণ অবশ্য আরও অনেক বেশি ছিল, ৩১ দশমিক ২০ বিলিয়ন বা ৩ হাজার ১২০ কোটি ডলার।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)