Finance Minister Inflation 180424

আমাদের মূল্যস্ফীতি নেমে আসছে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মূল্যস্ফীতি নেমে আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

বুধবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। একটা প্রতিপক্ষ আছে যারা চেষ্টা করে সম্পর্ক যেন খারাপ হয়, ভালো না হয়। আমাদের দেশের যে প্রতিপক্ষ তারা যখন দেখলো তারা কিছু করতে পারছে না, মানুষ রেসপন্স করছে না; তখন তারা নানা ভায়োলেন্স করে। এগুলো করে কোনো লাভ নেই। কারণ আওয়ামী লীগের যে সমর্থন সেটি এত গভীর এভাবে তা হবে না। জনগণ এগুলো দেখে।

মূল্যস্ফীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল্যস্ফীতিটাও নেমে আসছে। এটা কত রকম ফ্যাক্টর কাজ করছে। কিন্তু আমরা তো সেটি নিয়ে কাজ করছি।

পাশের দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পেরেছে, আমরা পারছি না কেন জানতে চাইলে তিনি বলেন, আমি তেমনটা মনে করি না। আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)