শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৯ মে পর্যন্ত

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বহাল থাকছে ছুটি

নিজস্ব প্রতিবেদক: চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসার ছুটি বহাল থাকছে।

মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন। 

এর আগে সোমবার স্কুল-মাদ্রাসা বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশের পর অসন্তুষ্ট হয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেছিলেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হয়? হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাওয়া হবে। সাংবিধানিকভাবে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করাই বাঞ্ছনীয় বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত জানালো। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)