Ex Finance Secretary

রাষ্ট্রপতির ক্ষমতাবলে বাজেটে পরিবর্তন আনা যেতে পারে

মোহাম্মদ মুসলিম চৌধুরী: চলতি অর্থবছরের বাজেট অনুমোদন হয়ে গেছে। ফলে এটি নতুন করে করার সুযোগ নেই। তবে রাষ্ট্রপতির ক্ষমতাবলে এতে পরিবর্তন আনা যেতে পারে। বাজেটের বেশকিছু বিষয় পর্যালোচনা করা যেতে পারে। যেমন ভৌত অবকাঠামো খাতের যেসব প্রকল্প রয়েছে, সেগুলোয় সুশাসন কাঠামো দুর্বল। তাই ভৌত অবকাঠামো খাতে নতুন করে অর্থ ব্যয় অনেকাংশে কমিয়ে আনতে হবে। তবে অবকাঠামো মেরামতের কোনো বিষয় থাকলে সেখানে ব্যয় করা যেতে পারে। ভৌত অবকাঠামো খাত থেকে উপযোজন করে স্বাস্থ্য খাতের বিভিন্ন সুবিধা বাড়ানো এবং শিক্ষার গুণগতমান ও দক্ষতা বৃদ্ধির জন্য ব্যয় বাড়ানো যেতে পারে। 

মূল্যস্ফীতির কারণে অনেকেই দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। মানুষ কষ্ট পাচ্ছে এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। তাই সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়ানো উচিত। প্রত্যক্ষভাবে মানুষ উপকৃত হবে এমন খাতেই অর্থ ব্যয় করা জরুরি। এসব খাতে সরকারকে অগ্রাধিকার দিতে হবে। যেহেতু বর্তমানে সংসদ নেই তাই মঞ্জুরি থেকে মঞ্জুরি বরাদ্দ পরিবর্তন করা যাবে না। তবে মঞ্জুরির মধ্যে উপযোজনের মাধ্যমে অগ্রাধিকার খাতগুলোয় অর্থ ব্যয় বাড়ানোর সুযোগ রয়েছে।

লেখক: সাবেক অর্থ সচিব এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি)

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)