বিমান টিকিটের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ সরকারের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সভায় মূল আলোচনা:
বিমানের টিকিটের দাম বাড়ার প্রধান কারণ চিহ্নিত করতে গিয়ে দেখা যায়, নামবিহীন গ্রুপ সিট বুকিং ও টিকেট মজুতদার সিন্ডিকেট এই মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে। ট্রাভেল এজেন্সিগুলো পাসপোর্ট, ভিসা বা যাত্রীর তথ্য ছাড়াই অগ্রিম আসন বুকিং করে রাখছে, ফলে কৃত্রিম সংকট তৈরি হয় এবং দাম বেড়ে যায়।
এছাড়া, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন রুটে (রিয়াদ, দাম্মাম, জেদ্দা, ওমান, দোহা, কুয়ালালামপুর) বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিট মজুতদারি নিয়েও অভিযোগ উঠেছে। এতে ওমরাহ যাত্রী ও বিদেশগামী শ্রমিকদের জন্য নির্ধারিত টিকিট চড়া দামে বিক্রি করা হচ্ছে।
সরকারের কঠোর সিদ্ধান্ত ও নতুন নিয়মাবলী
✔️ নাম-পাসপোর্ট ছাড়া টিকিট বুকিং নিষিদ্ধ - এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্ট কপি ছাড়া কোনো বিমান টিকিট বুকিং করা যাবে না।
✔️ বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে টিকিট ইস্যু বাধ্যতামূলক- বুকিং করার ৭২ ঘণ্টার মধ্যে টিকিট ইস্যু করা না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
✔️ গ্রুপ বুকিংয়ের শর্ত কঠোর করা হয়েছে- ৬ ফেব্রুয়ারির মধ্যে বুক হওয়া সকল গ্রুপ টিকিট আগামী ৭ দিনের মধ্যে যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বরসহ ইস্যু নিশ্চিত করতে হবে, অন্যথায় এয়ারলাইন্স নিজ উদ্যোগে তা বাতিল করবে।
✔️ তদন্ত কমিটি গঠন - স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
- কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
✔️ টাস্কফোর্স গঠন
- টিকিটের মূল্যবৃদ্ধি তদারকির জন্য ১৩ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
এসব নতুন নিয়মাবলী বাস্তবায়ন হলে:
✅ কৃত্রিম সংকট দূর হবে এবং টিকিটের দাম কমবে।
✅ ওমরাহ যাত্রী ও প্রবাসী শ্রমিকদের ভোগান্তি কমবে।
✅ টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি আরও জোরদার করা হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//