জামালপুরে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তারা হলেন, মেলান্দহ চরবানী পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান সায়েদুজ্জাম সাইদ ও ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।
পুলিশ জানায়, গ্রেফতার চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়াও জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনাতেও তারা জড়িত।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অপারেশন অফিসার এসআই হুমায়ুন কবির জানায়, তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিনিয়োগবার্তা/জিকে/এসএএম//