Advisor Meeting 5493 doctor appoint

উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত

স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫,৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এ নিয়োগ দেয়া হবে বলে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিং করা হয়। সেখানে এ সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পিএসসির মাধ্যমে ৩ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর অতিরিক্ত হিসেবে আমরা আরো ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। গ্রামের মানুষ চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা নিশ্চিত করতেই মূলত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে ১৩৫টি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বর্তমানে দুটি দেশ থেকে (দীর্ঘমেয়াদি চুক্তির আওতায়) এলএনজি আমদানি করা হয়। কিন্তু কয়েক দিন আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। আরামকো বাজারে যে দামে এলএনজি বিক্রি করে, তার চেয়ে কম দামে বাংলাদেশে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে।’

বৈঠকে দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয় বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এগুলো হলো বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ। এখানে এখন নামটি থাকবে না। যেমন নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ হবে।’

এর আগে গত জানুয়ারিতে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পাল্টে ‘‌বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) নামকরণের প্রস্তাব দেয়া হয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে (বিএসসিএল)। সেটি অনুমোদনও করেছেন প্রধান উপদেষ্টা।’

বিশ্বের মধ্যে ৫৭তম দেশ হিসেবে ২০১৮ সালের ১১ মে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে বাংলাদেশ। মোট ৪০ ট্রান্সপন্ডারের এ স্যাটেলাইটের ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশে ও ২০টি বাইরের জন্য বরাদ্দ রাখা হয়। দেশের বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচারের জন্য এ ট্রান্সপন্ডারগুলো ব্যবহার করে। তবে দেশের বাইরের জন্য রাখা ট্রান্সপন্ডারগুলোর ব্যবহার কম। সব মিলিয়ে স্যাটেলাইটটির মাধ্যমে সরবরাহযোগ্য ব্যান্ডউইডথের ৬০ শতাংশ বিক্রি হচ্ছে কেবল। তাই উৎক্ষেপণের পর থেকেই লোকসান গুনে যাচ্ছে বিএসসিএল।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)