Foreign Advisor USA Relation

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণ দেখি না: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ২৯ মিলিয়ন ডলারের প্রকল্প বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে দেয়ার কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই থেকে বিষয়টি নিয়ে দেশে গুঞ্জন চলছেই। মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্য সত্য নয় বলে বিবৃতি দিয়ে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিষয়টি নিয়ে বলেছেন, মন্ত্রণালয়ের এমন বিবৃতির কারণে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না।

মঙ্গলবার (৪ মার্চ) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে ২৯ মিলিয়ন ডলারের প্রকল্প ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রকল্প নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান করেছে।

ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমার মনে হয় না (সম্পর্কে কোনো প্রভাব পড়বে)। বিষয়টি হলো, তারাও শুধু প্রেসিডেন্ট একটি কথা বলেছেন। প্রেসিডেন্ট কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। আমরাও দেখেছি যে এ রকম কোনো কিছু নেই। এটি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কিছু দেখি না। এটার কোনো তদন্ত করা হয়নি। আমরা খোঁজ নিয়েছি এখানে দুই ব্যক্তির প্রতিষ্ঠান আছে কিনা। আমরা খোঁজ নিয়ে দেখেছি, আসলে মার্কিন একটি প্রতিষ্ঠানকে টাকাটা দেয়া হয়। তারা এখানে বিভিন্ন এনজিওর সঙ্গে কাজ করে। অর্থ সবই প্রোপার চ্যানেলে এসেছে। এখানে দুই ব্যক্তিকে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছে, বিষয়টি সে রকম নয়।’

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)