Trump Tax Effecting world Share Market

ট্রাম্পের শুল্কযুদ্ধের প্রভাবে বৈশ্বিক পুঁজিবাজারে আতঙ্ক

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক এক করে সব দেশের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন। এর পাল্টা হিসেবে কোনো কোনো দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানেরা মার্কিন পণ্যে একই ধরনের ব্যবস্থা নিয়েছেন। বাগ্‌যুদ্ধও চলছে। তবে এরই মধ্যে বৈশ্বিক শেয়ারবাজারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। শুল্ক বৃদ্ধির প্রভাবে বিশেষ করে বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর বিক্রি ও মুনাফায় সরাসরি প্রভাব পড়বে এমন আশঙ্কায় তাদের শেয়ারের দর পড়ে যাচ্ছে। অন্যদিকে বিনিয়োগকারীরা ভয়-আতঙ্কে এসব শেয়ার ছেড়ে দিয়ে সেফ হ্যাভেন বা বিনিয়োগের জন্য ‘নিরাপদ স্বর্গ’ খ্যাত সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এই প্রবণতা বিশ্বে আবার মন্দার আশঙ্কা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবারকে ‘মুক্তি দিবস’ ঘোষণা করেছেন। এদিন তিনি নতুন করে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেবেন। এর আগে ঘোষিত কিছু বর্ধিত শুল্ক বাস্তবায়ন শুরু হবে এদিন থেকে। এতে বৈশ্বিক শেয়ারবাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এশিয়া থেকে শুরু করে ইউরোপ এবং এমনকি ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র নির্বিশেষে সর্বত্রই শেয়ারবাজারের সূচক ক্রমাগত পড়ছে। সোমবার (৩১ মার্চ) বিশ্বব্যাপী বৃহৎ শেয়ারবাজারগুলোয় দরপতন ঘটেছে। বিশেষ করে জাপানের প্রধান শেয়ারবাজার টোকিও স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ৪ শতাংশের বেশি পড়ে গেছে। এর প্রভাবে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারগুলোতেও পতন ঘটে।

ডোনাল্ড ট্রাম্পের গত রোববারের একটি ঘোষণা বৈশ্বিক শেয়ারবাজারে কাঁপন ধরিয়ে দিয়েছে। সেদিন তিনি বলেছেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে, শুধু সেগুলোতেই নয়, ঢালাওভাবে সব দেশই বর্ধিত শুল্কের আওতায় অন্তর্ভুক্ত থাকবে। এ নিয়ে এজে বেল নামক সংস্থার বিনিয়োগ পরিচালক রাস মোল্ড বলেন, ট্রাম্পই বাজারে খারাপ দিন আসার মূল কারণ। তিনি এখন যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিকারী সব দেশকে শুল্কের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন। যার ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক সম্ভাবনা আরও অন্ধকার হয়েছে।

এদিকে ট্রাম্পের ঘোষণায় বহুজাতিক গাড়ি নির্মাতারা বেশি বিপাকে পড়েছেন। কারণ, ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি হয় এমন সব যানবাহন ও যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছেন। এ কারণে আজ ইউরোপের শেয়ারবাজারে পোর্শে, ভক্সওয়াগনসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। এশিয়ায় বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারজাতকারী জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ নিশান ও মাজদার শেয়ার দর ৩ শতাংশের বেশি কমেছে।

বহুজাতিক গবেষণা, ঋণমান নির্ণয়কারী ও বিনিয়োগ সেবাদাতা প্রতিষ্ঠান মুডিস-এর অর্থনীতিবিদেরা লিখেছেন, ‘গাড়িতে শুল্ক বাড়ানোয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হবে জাপান ও দক্ষিণ কোরিয়ার। বিদেশি গাড়ি আমদানির ওপর ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন, যা বুধবার থেকে কার্যকর হতে চলেছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)