মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়াল, ৮০ লাখ ডলার সহায়তার আবেদন
ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর ৭২ ঘণ্টার বেশি পার হয়ে গেছে। দেশটির সামরিক সরকার এখন পর্যন্ত ১,৭০০ জনের বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া শত শত মানুষ এখনো নিখোঁজ। খবর: বিবিসি।
মিয়ানমারে মানবিক সংকট আরো গভীর হচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন ত্রাণ সংস্থা। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি সহায়তা হিসেবে তাৎক্ষণিক ৮০ লাখ ডলারের আবেদন জানিয়েছে।
ভূমিকম্পের কম্পন আশপাশের দেশগুলোতেও অনুভূত হয়েছে। প্রতিবেশী দেশ থাইল্যান্ডে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ব্যাংককে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ায় ৭৬ জন শ্রমিক আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মিয়ানমারের জান্তা প্রশাসন একদিকে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ সামাল দেয়ার দাবি করলেও অন্যদিকে তারা চার বছর ধরে লড়াইরত সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে।
বিনিয়োগবার্তা/এসএএম//