1000003972

'মেয়র এপ্রিসিয়েশন এ্যাওয়ার্ড' পেলেন ব্যারিস্টার লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির জন্য আইনি সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ 'মেয়র এপ্রিসিয়েশন এ্যাওয়ার্ড' অর্জন করেছেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার লুৎফর রহমান।

সম্প্রতি পূর্ব লন্ডনের এক কনফারেন্স হলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বার্কিং ও ডেগেনহামের মেয়র মঈন কাদরি ব্যারিষ্টার লুৎফর রহমানের হাতে সম্মানজনক এই এ্যাওয়ার্ড তুলে দেন।

উল্লেখ্য, ব্যারিস্টার লুৎফর রহমান যুক্তরাজ্যের ওয়ার্ক পারমিট ক্লাউড (ডব্লিউপিসি) এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘ দেড় যুগেরও অধিক সময় ধরে বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে আইনি সহযোগিতা দিয়ে আসছেন তিনি। তার এসব সহযোগিতামূলক কর্মকান্ডের ফলে যুক্তরাজ্যে অসংখ্য বাংলাদেশির কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসনের সুযোগ তৈরি হয়েছে।

এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার লুৎফর রহমান বিনিয়োগবার্তাকে বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটিকে আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে ডব্লিউপিসি'র যাত্রা শুরু হলেও এখন বহুমাত্রিক কর্মকান্ড সম্পাদন করছে প্রতিষ্ঠানটি। আর এসব কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়েে বেশ কিছু সম্মানজনক এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ডব্লিউপিসি।

তিনি বলেন, যে কোনো অর্জনই অত্যন্ত সম্মান ও গৌরবের। আমি মনে করি, এই অর্জন শুধু আমার একার নয়, বরং এগুলো আমাদের সুদক্ষ টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের ফসল। সকলের সহযোগিতা পেলে আগামীদিনেও কমিউনিটির জন্য উপকার হয়-এমন কর্মকান্ড অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

বিনিয়োগবার্তা/শামীম//


Comment As:

Comment (0)