Trump Want Peace Deed with Iran

ইরানের সঙ্গে শান্তিচুক্তি চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে শান্তিচুক্তি করতে চান। তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তি হলে সেটি হবে ‘দারুণ একটি বিষয়’। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এই কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, চলতি বছরের শুরুর দিকে সংক্ষিপ্ত এক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। তারা (ইরান) সবদিক থেকেই আঘাত পেয়েছে। আপনারা জানেন যে, যদি আমরা তাদের (ইরান) সঙ্গে একটা শান্তিচুক্তি করতে পারতাম, তাহলে সেটা দারুণ হতো।

ইসরায়েলি আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা কি এতে খুশি হতেন না? আমার মনে হয়, এটা দারুণ হতো। কারণ আমার ধারণা, তারাও এটা (শান্তি) চায়।

ট্রাম্পের এই মন্তব্যকে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত হিসেবে দেখছেন। 
সূত্র: এএফপি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)