সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগে এসআইসহ দুই পুলিশ জড়িত
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় এসআই মাহবুব রহমান ও কনস্টেবল মো. সাজ্জাদ হোসেনের নাম উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (০৯ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদনে আরো জানানো হয়, ঘটনার দিনই দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৮ জন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় গণমাধ্যমের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।
উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন সাঁওতাল নিহত হন এবং সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
(এমআইআর/ ০৯ মার্চ ২০১৭)