সাতক্ষীরায় কলেজছাত্র হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাতক্ষীরায় এক কলেজছাত্রকে হত্যার দায়ে বুধবার চারজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ দণ্ড দেন।

এ মামলায় আদালত আরও ছয় আসামিকে খালাস দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে আলী আহম্মেদ শাওন, ভাড়ুখালি গ্রামের আব্দুল করিম মোড়লের ছেলে শাহাদাৎ হোসেন, মহাদেবনগর গ্রামের রেজাউল শেখের ছেলে সাজু শেখ ও নাজমুল হোসেন। রায় ঘোষণার সময় শাহাদাৎ ও নাজমুল আদালতে ছিলেন। আর শাওন ও সাজু পলাতক রয়েছেন।

খালাসপ্রাপ্তরা হলেন- ওমর ফারুক, নূর আহম্মেদ মুক্ত, মহসিন আলী, কবিরুল ইসলাম মিঠু, জামসেদ আলী ও ফিরোজা খাতুন।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগর গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য গণেশ সরকারের ছেলে কলেজছাত্র গৌতমকে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২০১৬ সালের ১৩ ডিসেম্বর অপহরণ করা হয়। পরে গৌতমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গৌতমের বাবা কয়েকজনের নামে মামলা করেন। পরে পুলিশ ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগত্র দেয়।

(জেএইচ/২৬ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)