নরসিংদীতে ৩টি আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে ৩ টি আন্ত:নগর ট্রেন যাত্রা বিরত শুরু হলো।

বৃহস্পতিবার ঢাকা থেকে নোয়াখালী গামী আন্ত:নগর ট্রেন উপকুল এক্সপ্রেস যাত্রা বিরতির মধ্য দিয়ে এ কার্যক্রমের  শুভ উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মো: নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি। ৩টি আন্ত:নগর ট্রেন নরসিংদীতে যাত্রা বিরতির ফলে নরসিংদীবাসী দীর্ঘদিনের প্রত্যাশার প্রথম ধাপ পূরণ হলো।

নরসিংদীতে আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরত শুভ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মো: নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল মন্ত্রনালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এড. এবিএম রিয়াজুল কবির কাউসার, রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: ফারুকুজ্জামান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নরসিংদী পৌর মেয়র মো: কামরুজ্জামান কামরুল ও বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহা পরিচালক মো: মিয়া জাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামিরুল হাসান।

অনুষ্ঠানে বক্তরা নরসিংদীবাসীর দীর্ঘদিনের এ দাবী পূরণে অগ্রণী ভূমিকা পালন করার জন্য নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যাত্রা বিরতি ঘোষনাকৃত ট্রেনগুলো হল, ঢাকা-নোয়াখালী-ঢাকা উপকুল এক্সপ্রেস, ঢাকা থেকে সিলেট গামী উপবন এক্সপ্রেস, সিলেট থেকে ঢাকা গামী কালনি এক্সপ্রেস।

উল্লেখ্য, নরসিংদী একটি জেলা শহর হয়ে এতদিন মাত্র ৩টি আন্ত:নগর ট্রেন যাত্রা বিরতি করতো এবং সেগুলো আসন সংখ্যাও চাহিদার তুলনায় খুবই কম। তাই নরসিংদীবাসী দীর্ঘদিন ধরে নরসিংদীতে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতির দাবী করে আসছিলেন।

(এসএইচআর/এসএএম/ ২৭ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)