মেহেরপুরে জঙ্গি সংগঠনের চার সদস্য আটক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : মেহেরপুর শহর এলাকা থেকে মঙ্গলবার রাতে আল্লাহর দল নামে একটি জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। শহরের ফৌজদারী পাড়ার আসমত আলীর বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

বুধবার দুপুরে ডিবি পুলিশ এ তথ্য জানিয়েছে।

আটকরা হলেন-মানিকগঞ্জের চর মুকিবপুর গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩২), মেহেরপুরের রাধাক্রান্ত্রপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল ইসলাম (২৫), ঝাউবাড়িয়া গ্রামের শামীম ইসলামের ছেলে টিপু পারভেজ (২২) ও ফতেপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে সোহেল রানা (২০)।

ডিবির ওসি ওবাইদুর রহমান জানান, গোপন বৈঠকে ৩০-৪০ জন জঙ্গি সদস্য উপস্থিত ছিলো। এমন খবরের ভিত্তিতে তারা আসমত আলীর অভিযান চালায়। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে গেলেও চার সদস্যকে আটক করা সম্ভব হয়। এসময় তাদের কাছ থেকে ৮টি ককটেল, ৩টি পেট্রল বোমা, দেশিয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও লিফলেট উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শহরে বড় কোনো নাশকতা ঘটনার জন্য তারা বৈঠকে মিলিত হয়েছিলো।

(জেএইচ/ ৩ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)