শিবপুরে ডাকাতের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে সোমবার (০৮ অক্টোবর) রাতে ডাকাতের ছুরিকাঘাতে ফাতেমা আক্তার বৃষ্টি নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার ইটাখোলা এলাকার গাজী বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

নিহত বৃষ্টি ইটাখোলার গাজী বাড়ির শহিদুল গাজীর মেয়ে। সে শাষপুর কারিগরি পলিটেকনিকের নবম শ্রেনীর ছাত্রী।

আহতরা হলেন বৃষ্টির মা রাজিয়া বেগম ও তার বড় ভাই রায়হান।

জানা যায়, ডাকাত দল গাজী বাড়ির শহিদুলের ঘরে ডাকাতি করার সময় রোজিনা বেগম, তার ছেলে রায়হান ও মেয়ে বৃষ্টিকে ছুরিকাঘাত করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে বৃষ্টি। ডাকাতদল নগদ টাকা ও সোনার অলংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তারা ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বাড়ির আশে পাশের লোকজন আহত রায়হান ও রোজিনা বেগমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

(জেএইচ/ ০৯ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)