ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার (০৯ অক্টোবর) জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ সুলতানা রাজিয়া এ দণ্ড দেন। রায়ে বাকি দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নবীনগর উপজেলার জালশুকা গ্রামের আবুল খায়ের, গোলাপ মিয়া ও দোহা ওরফে দুইখ্যা ও কোহিনূর বেগম। তাদের মধ্যে আবুল খায়ের ছাড়া অন্য সবাই পলাতক রয়েছেন।

খালাসপ্রাপ্তরা হলেন মোখলেছুর রহমান ও আল আমিন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অতিরিক্ত পিপি দ্বীন ইসলাম। আসামিপক্ষে ছিলেন
আইনজীবী এ কে এম আবদুল হাই।

মামলার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আমতলি গ্রামের আবদুল বারেক খানের সৌদী প্রবাসী ছেলে শাজাহান ছুটিতে বাড়িতে এসে স্ত্রী কোহিনূরের পরকীয়ার জেরে খুন হন ২০০৯ সালের ২ ডিসেম্বর। এ ঘটনায় কোহিনূরকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন বারেক খান। পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

(জেএইচ/ ০৯ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)