মেঘনা পেট্রোলিয়ামের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি অর্থবছরেই মেঘনা ভবন নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন পুঁজিবাজারে তালিকাভূক্ত জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ খালেদ।

শনিবার চট্টগ্রামের ২৪ কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান।

তিনি বলেন, আমরা ২০১৫ সালের জুলাইতে প্রথম টেন্ডার আহবান করি। কিন্তু সে সময় দরপত্রে অংশগ্রহণকারীদের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি সুরাহা না থাকায় কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে কোম্পানির বোর্ড সদস্যদের অনুমতি নিয়ে চলতি বছরের জানুয়ারিতে আবার দরপত্র আহবান করা হয়। এবার ভবন নির্মাণের কাজ শুরু করার চেষ্টা করছি।

“চলতি মাসের ২৮ তারিখ থেকে ড্রেজিংয়ের কাজ ও অন্যান্য কারিগরি কাজ শেষ হলে আশা করছি খুব দ্রুত আমরা মেঘনা ভবনের কাজ শুরু করতে পারবো। এই ভবন শুধু আমাদের কোম্পানির নয়, এটি শেয়ারহোল্ডারদেরও।

তিনি বলেন, আমাদের ৩ কোটি ৮ লাখ ২০ হাজার টাকা পাওনা রয়েছে। বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কাছে আমরা এ অর্থ পাবো। এসব প্রতিষ্ঠানের মধ্যে বিসিআইসি, বিআইডাব্লিউটিএ, পিডিবি অন্যতম। আমরা তাদের কাছে পাওনা পরিশোধের জন্য চিঠি দিয়েছি। তারা আমাদের পাওনা পরিশোধ করবেন বলে জানিয়েছে।

মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান আবু হেনা মো. রাহমতুল মুনিম বলেন, শেয়ারহোল্ডাররা অভিযোগ করেছেন- কোম্পানি থেকে অবসর প্রাপ্তদের পেনশন বাকি আছে।আমি বলছি কোম্পানির কোনো কর্মকর্তা কর্মচারীর এই পেনশন বাকি থাকবে না। আমরা কোম্পানির পক্ষ থেকে তাদের এই পেনশন বাবদ ১৪ কোটি টাকা পরিশোধ করে দেবো।

এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব মো. কামরুল হাসান, পরিচালক মো. মোজাম্মেল হোসেন, ইশতিয়াক আহমেদ শিমুল , শেয়ারহোল্ডারদের প্রতিনিধি মাসুদুর রহমান প্রমুখ।

(এসএএম/ ২৫ ফেব্রুয়ারি ২০১৭)


Comment As:

Comment (0)