মালয়েশিয়ায় ২৭ বিলিয়ন ডলার বিনিয়োগে সৌদি আরবের চুক্তি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জোহর বারু রাজ্যে ২৭ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প গড়ে তুলতে মালয়েশিয়ার জাতীয় তেল কোম্পানি পেট্রোনাসের সঙ্গে সৌদি আরবের আরামকো কোম্পানি এক চুক্তিতে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ ফব্রুয়ারি) এই চুক্তিটি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী, সিঙ্গাপুর সীমান্তের কাছে মালয়েশিয়ার ওই প্রকল্প গড়ে তুলবে দুই দেশের এ দুই তেল কোম্পানি।

মালয়েশিয়া সরকার বলছে, জোহরবারুতে তেল শোধনাগার স্থাপন করা হবে। এই শোধনাগারের ধারণক্ষমতা হবে ৩ লাখ ব্যারেল। এছাড়া এই প্রকল্পে একটি ক্র্যাকার প্লান্ট ও একটি পেট্রো-কেমিক্যাল কমপ্লেক্স নির্মাণ করা হবে। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৭৭ লাখ মেট্রিক টন।

কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে মালয়েশিয়ায় একক বৃহত্তম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হবে সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো। বিশ্বের সর্ববৃহৎ তেল রফতানিকারক দেশ সৌদি আরব এশিয়ায় সবচেয়ে বেশি অপরিশোধিত তেল রফতানি করে।

পেট্রোনাসের প্রধান কর্মকর্তা ওয়াল জুলকিফলি ওয়ান আরিফিন দুই দেশের জাতীয় তেল কোম্পানির এ চুক্তির প্রশংসা করে বলেছেন, তেল শিল্পের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন এইচ নাসের বলেছেন, দুই দেশের চুক্তিতে পৌঁছাতে তিন বছর সময় লেগেছে। তিনি বলেন, ওই শোধনাগারে আরামকো অপরিশোধিত তেলের ৭০ শতাংশ সরবরাহ করবে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি নিরাপত্তায় আরামকো কাজ করবে বলে তিনি নাসের মন্তব্য করেছেন। এশিয়ায় বিভিন্ন দেশ সফরের অংশ হিসেবে রোববার মালয়েশিয়ায় পৌঁছেছেন সৌদি বাদশাহ সালমান। তার উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষর হয়েছে।

২০১৫ সালে ক্ষমতা নেয়ার পর এই প্রথম মুসলিম অধ্যুষিত মালয়েশিয়া সফর করছেন সৌদি বাদশাহ সালমান। এর আগে তার পূর্বসূরী সৌদি বাদশাহ আব্দুল্লাহ ২০০৬ সালে মালয়েশিয়া সফর করেন।

সৌদি প্রেস অ্যাজেন্সি বলছে, মালয়েশিয়ার পর ইন্দোনেশিয়া, ব্রুনাই, জাপান, চীন ও মালদ্বীপ সফর করবেন বাদশাহ সালমান। এছাড়া দেশে ফেরার আগে প্রতিবেশি দেশ জর্ডান সফরেও যাবেন তিনি।

(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)


Comment As:

Comment (0)